আরাকান আর্মির গুলিতে বাংলাদেশী জেলের পা বিচ্ছিন্ন

- সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি এক জেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই জেলের নাম- হোসেন আলীর। তিনি হোয়াইক্যং এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে।
সোমবার (২২ মে) রাত ৮টার দিকে নাফনদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে তার পা শরীর থেকে আলাদা হয়ে যায়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহাদাত সিরাজী জানান, কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ শিকার করছিলেন হোসেন আলী। এ সময় ওপার থেকে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি করা হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় জেলে হোসেনকে উদ্ধার করে অন্য জেলেরা।
তিনি বলেন, অবস্থা আশংকাজনক হওয়ায় প্রথমে কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।