রংপুরে বললেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
আযমীর বক্তব্যের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল আযমী জামায়াতের কোন সদস্য নন। তিনি যা বলেছেন ওটা ওনার ব্যাক্তিগত দায়িত্ব নিয়ে বলেছেন। ওই বক্তব্যের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। আর দেশের জাতীয় সংগীত পরিবর্তন এবং মহান মুক্তি যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে তার ব্যাখা উনি দিতে পারবেন।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারদের সাথে মতবিনিময় এবং তাদের মাঝে আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, যেহেতু জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা আমরা বলিনি তিনি আমাদের দলের কোন সদস্য নন এ বক্তব্যের দায় জামায়াতের নয় বলে পরিস্কার ভাবে জানিয়ে দেন।
জামায়াত সেক্রেটারী জেনারেল আরো বলেন, সামনে আমাদের প্রধারন চ্যালেজ্ঞ হচ্ছে অন্তবর্তী কালিন সরকার সংস্কারের কথা বলেছেন। সংস্কার বলতে এখন অনেক সংস্কার প্রয়োজন আমাদের দেশের প্রশাসনের রন্ধে রন্ধে ১৫ বছরে বহু ফ্যাসিবাদি দোসররা ঘাপতি মেরে বসে আছে। এদের মরাতে হবে। দুর্নিতী দমন, নির্বাচন কমিশনের সংস্কার , সংবিধানের সংস্কার এবং সাংবিধানিক প্রতিষ্ঠান গুল্ োআছে সব পরিটিসাইজ হয়ে গেছে। সবগুলো দলীয় করন হয়েছে। এসবের সবগুলোর সংস্কার করতে হবে। এ জন্য ১৫ বছরে জজ্ঞাল সম্পন্ন সময় লাগবে। আমরা বলছি সব সংস্কার যদি সম্ভব না হয় অন্তত নিরপেক্ষ নির্বাচন করতে যেখানে যেখানে সেটা সংস্কার করতেই হবে । আমরা বলছি নির্বাচনের ফিরিয়ে আনার জন্য যা যা করার দরকার তা করার জন্য অন্তবর্তীকালিন সরকারের প্রতি আমাদের আহবান।
মহানগর জামায়াতের আমীর এটিএম আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দের জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী , কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল ছাত্র শিবিরের বেরোবি সভাপতি সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসেন সহ রংপুরে শহীদ সাজ্জাদ, তাহিরী, মেরাজ সহ সকল শহীদ পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। জামায়াত গোষনা করেছে প্রতিটি শহীদ পরিবার ও আহত দের পরিবারের সাথে জামায়াত আছে এবং ভবিষতেও থাকবে।