বললেন সমন্বয়ক ওয়াহিদ
আমাদের একমাত্র পরিচয় হবে আমরা বাংলাদেশী
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রর রূপরেখা ও ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যশোর শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ওয়াহিদ উজ্জামান জেলা সমন্বয়কদের উদ্দেশ্যে বলেন, সংখ্যালঘুদের সবসময় টার্গেট করা হয়। তাদের সফট পাওয়ার হিসেবে কারা ব্যবহার করে সবাই জানে। এখন সব বিভক্তি ভুলে আমাদের একমাত্র পরিচয় হবে আমরা বাংলাদেশী। ধর্মীয় বা রাজনৈতিক বিশ্বাসের উপরে নির্ভর করে নয় নাগরিক হিসেবে নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। এটা দিতে ব্যর্থ হলে সামষ্টিকভাবে এর দায় আমাদেরও। ফলে আমাদের প্রত্যেককে প্রত্যেক নাগরিকের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাবি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আকরাম হুসাইন, আশরেফা খাতুন, আবু বক্কর খান, ফারহানা ফারিন, যশোরের সমন্বয়ক রাশেদ খান প্রমুখ।