আমরা করব জয়ের উদ্যােগে প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
‘আমরা করব জয়’ সেবামূলক এই প্রতিষ্ঠানের উদ্যোগে সত্তাের্ধ এক প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌর এলাকার কানাহার আবাসনে মনােয়ারা বেগম নামের ওই নারীর বাড়িতে গিয়ে হুইল চেয়ার তাকে প্রদান করা হয়।
হুই চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাে. মুশফিকুর রহমান বাবুল।
আর উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানেরর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সহসভাপতি পলাশ দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কাষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কংকনা রায়, সহযােগী সদস্য বিথি রায়সহ অন্যান্য সদস্য।
হুইলচেয়ার পেয়ে মনোয়ারা বেগম বলেন, দীর্ঘদিন যাবৎ পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি। এলাকার জনপ্রতিনিধিদেরকে অনুরােধ জানিয়েও একটি হুইলচেয়ার পাইনি। পরে ‘আমরা করব জয়’ সংস্থার কিছু ছেলে মেয়ে এসে আমাকে হুইলচেয়ারটি উপহার দিল। এভাবেই সংস্থাটি মানুষের বন্ধু হয়ে পাশে থাকুক,এই দোয়া করি ।