আমতলীতে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বরগুনার আমতলীতে তিনদিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ জুলাই) উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার ফোরকান।
বিশেষ অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরগুনার অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ সিএস রেজাউল করিম, আমতলী পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মো. নাজমুল আহসান নান্নু।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঈসার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা যুথী, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আওয়ামিলীগ নেতা হুমায়ুন কবির হাওলাদার প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ উপজেলা পরিষদ মাঠে ফসল চাষের প্রযুক্তির বারটি স্টল পরিদর্শন করেন। মেলা উপলক্ষে আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।