আবু সাঈদ হত্যা: ১৬ বছরের শিক্ষার্থী কারাগারে
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় এক কিশোরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩১ জুলাই) ভুক্তভোগীর বোন সানজানা আখতার স্নেহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। এরপর নড়েচড়ে বসে প্রশাসন।
পোস্টে সানজানা উল্লেখ করেন, আলফি শাহরিয়ার মাহিমের বয়স ১৬ বছর ১০ মাস। রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সে।
চলতি মাসের ১৮ তারিখ আটকের পর পুলিশ মাহিমের বাবাকে মোবাইল ফোনে বলে, আপনার ছেলে আমাদের হেফাজতে রয়েছে। জানাজানি করিয়েন না তাতে ছেলের ক্ষতি হবে। তাকে ছেড়ে দেওয়া হবে, চিন্তার কিছু নেই।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন (অপরাধ) সংবাদমাধ্যমকে বলেন, ১৮ জুলাই যখন থানায় হামলা ভাঙচুর ও লুটপাটের সময় আটক হয় মাহিম।
রংপুর বারের আইনজীবী রায়হান কবীর সংবাদমাধ্যমকে বলেন, ছেলেটি বলছে, তার বয়স ১৬ বছর ১০ মাস। স্বপক্ষে কাগজও দেখাচ্ছে তার পরিবার। তাকে কেনো ১৮ বছর দেখিয়ে আদালতে পাঠানো হলো?