আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ বরখাস্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলো- রংপুর পুলিশ লাইন্সের এএসআই আমির হোসেন ও মেট্রো তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়।
শনিবার ( ৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
তিনি বলেন, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদের আন্দোলনে অপেশাদার আচরণের কারণে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। নিহত আবু সাঈদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। আবু সাঈদ ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন।