আবারও সাগরে ইলিশ শিকারে জেলেরা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
তিন দিন পর শুক্রবার সকালে জেলেরা আবারও সাগরে মাছধরা শুরু করেছেন। লঘুচাপের কারণে গত মঙ্গলবার থেকে ফিশিংট্রলারগুলো সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছিলো।
বাগেরহাটের বগা এলাকার ফিশিংবোট মাঝি ইলিয়াস হোসেন শুক্রবার বলেন, সাগরের আবহাওয়া ভালো হওয়ায় সুন্দরবনের বিভিন্ন খালে তিনদিন ধরে নিরাপদ আশ্রয়ে থাকা ফিশিং ট্রলারের জেলেরা শুক্রবার সকাল থেকে ইলিশ ধরতে সাগরে জাল ফেলতে শুরু করেছেন।
তিনি আরও বলেন,তাদের অবস্থা এখন খুবই করুণ। সাগরে বর্তমানে মাছ কম পাওয়া যায় তার উপর দুর্যোগের কারণে কয়েকদিন মাছ ধরতে না পারায় জেলেরা আর্থিক কষ্টে পড়েছেন।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, সাগরে লঘুচাপ কেটে আবহাওয়া সংকেত নেমে যাওয়ায় উপকূলের বিভিন্নস্থানে নিরাপদ আশ্রয়ে থাকা ফিশিংবোট সমূহ মাছ ধরার জন্য শুক্রবার সকালে আবারো সাগরে রওয়ানা হয়েছে। এবারের ইলিশ শিকার মৌসুমে জেলেরা সাগরে কাংখিত ইলিশ পায়নি তার উপর বারবার আবহাওয়া খারাপ হওয়ায় সাগরে জাল ফেলাও সম্ভব হয়নি ফলে জেলে মহাজনদের অপূরণীয় লোকসান হয়েছে বলে আবুল হোসেন জানান।