ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আবারও মেয়র হলেন টিটু

ময়মনসিংহ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবারও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটু। ১২৮টি কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।

শনিবার (৯ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

এই নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীক নিয়ে রেজাউল হক পেয়েছেন ১ হাজার ৪৮৭ ভোট। কৃষিবিদ রেজাউল হক ও জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩২১ ভোট।

এই নির্বাচনে ময়মনসিংহ সিটিতে মেয়র পদে নির্বাচন করেন ৫ জন। ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচনে অংশ নেন ১৪৯ জন। আর সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯ জন।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯৬ জন। ভোটকেন্দ্র ১২৮টি। এই সিটি করপোরেশন এবার ভোটগ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে। ভোট পড়েছে ৫৬ দশমিক ৩০ শতাংশ। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৯৪৮। এ নির্বাচনে ৪৯১ ভোট বাতিল করা হয়।

২০১৮ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম মেয়র হন ইকরামুল হক টিটু। তবে এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তিন সহযোগী ও বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আবারও মেয়র হলেন টিটু

সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

আবারও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটু। ১২৮টি কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।

শনিবার (৯ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

এই নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীক নিয়ে রেজাউল হক পেয়েছেন ১ হাজার ৪৮৭ ভোট। কৃষিবিদ রেজাউল হক ও জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩২১ ভোট।

এই নির্বাচনে ময়মনসিংহ সিটিতে মেয়র পদে নির্বাচন করেন ৫ জন। ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচনে অংশ নেন ১৪৯ জন। আর সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯ জন।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৯৬ জন। ভোটকেন্দ্র ১২৮টি। এই সিটি করপোরেশন এবার ভোটগ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে। ভোট পড়েছে ৫৬ দশমিক ৩০ শতাংশ। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৯৪৮। এ নির্বাচনে ৪৯১ ভোট বাতিল করা হয়।

২০১৮ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম মেয়র হন ইকরামুল হক টিটু। তবে এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তিন সহযোগী ও বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে।