সংবাদ শিরোনাম ::
আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার (৮ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আফতাবনগর আবাসিক এলাকায় হওয়ায় আদালত এই আদেশ দিয়েছেন।
এর আগে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী নামে এক ব্যক্তি।
গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়।