ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলন: সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলি, নিহত ৩১

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একদফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলন চলছে। রোববার (৪ আগস্ট) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ ও গণসমাবেশ করছে আন্দোলনকারীরা। অপরদিকে, দেশের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এরমধ্যে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে।

সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ফেণীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে তিনজন, বগুড়ায় তিনজন, মাগুরায় তিনজন, ভোলায় তিনজন, রংপুরে তিনজন, পাবনায় দুইজন, সিলেটে দুইজন, কুমিল্লায় একজন, জয়পুরহাটে একজন ও বরিশালে একজনসহ ৩১ জন মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুমিল্লায় : জেলার দেবীদ্বার বারেরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে একজন নিহত হন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মাগুরা : মাগুরায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী নিহত হয়েছে। সংঘর্ষে ৩ পুলিশসহ আহত হয়েছে ১০ জন। রোববার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রংপুর: রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সাথে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রংপুরের সিটি করপোরেশনের অফিসের সামনে সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলর হারাধন নিহত হন। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরও দুইজন নিহত হয়েছে।

রোববার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত হারাধান রংপুর সিটির ৪নং ওয়ার্ড কাউন্সিলর। দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের সর্দার আব্দুল জলিল ও মিজানুর রহমান মিজান।

বগুড়ায় : বগুড়ায় দুইজন নিহত হয়েছে। রোববার দুপুর একটা পর্যন্ত সেখানে দু’জন নিহতের তথ্য পাওয়া গেছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে তারা।

পাবনায় : পাবনার খেয়াঘাট মোড়ে আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল থেকে গুলি চালানো হলে দুইজন নিহত হয়। এরপর বিক্ষোভকারীরা গাড়ি পুড়িয়ে দেয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আন্দোলন: সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলি, নিহত ৩১

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

একদফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলন চলছে। রোববার (৪ আগস্ট) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ ও গণসমাবেশ করছে আন্দোলনকারীরা। অপরদিকে, দেশের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এরমধ্যে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে।

সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ফেণীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে তিনজন, বগুড়ায় তিনজন, মাগুরায় তিনজন, ভোলায় তিনজন, রংপুরে তিনজন, পাবনায় দুইজন, সিলেটে দুইজন, কুমিল্লায় একজন, জয়পুরহাটে একজন ও বরিশালে একজনসহ ৩১ জন মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুমিল্লায় : জেলার দেবীদ্বার বারেরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে একজন নিহত হন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মাগুরা : মাগুরায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী নিহত হয়েছে। সংঘর্ষে ৩ পুলিশসহ আহত হয়েছে ১০ জন। রোববার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রংপুর: রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সাথে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রংপুরের সিটি করপোরেশনের অফিসের সামনে সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলর হারাধন নিহত হন। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরও দুইজন নিহত হয়েছে।

রোববার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত হারাধান রংপুর সিটির ৪নং ওয়ার্ড কাউন্সিলর। দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের সর্দার আব্দুল জলিল ও মিজানুর রহমান মিজান।

বগুড়ায় : বগুড়ায় দুইজন নিহত হয়েছে। রোববার দুপুর একটা পর্যন্ত সেখানে দু’জন নিহতের তথ্য পাওয়া গেছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে তারা।

পাবনায় : পাবনার খেয়াঘাট মোড়ে আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল থেকে গুলি চালানো হলে দুইজন নিহত হয়। এরপর বিক্ষোভকারীরা গাড়ি পুড়িয়ে দেয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক।