আন্দোলনে গুলিতে চোখের দৃষ্টি হারিয়েছেন ৬৮৫ জন
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শুধু চোখে গুলি লেগে দৃষ্টি হারিয়েছেন ৬৮৫ জন। এরমধ্যে ৯২ জনের দুই চোখই নষ্ট হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহত ও শহীদদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে দেয়া সবশেষ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ব্রিফিংয়ে বলা হয়েছে, গত একমাস ধরে বিভিন্ন ভাবে যাচাই-বাছাইয়ের পর পাওয়া সবশেষ তথ্যমতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত হয়েছে এক হাজার ৪২৩ জন। আহত পাওয়া গেছে ২২ হাজার। চিরতরে পঙ্গু বা অঙ্গহানী হয়েছে ৫৮৭ জন। এ সংখ্যা আরও কমতে বা বাড়তে পারে।
এছাড়া, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সরকার আলাদা আলাদাভাবে শহীদ ও আহতদেরকে ভাতা বা অনুদান প্রদান করবে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৮ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসাথে আহতদের সর্বোচ্চ ৪ লাখ টাকা করে দেয়া হতে পারে। এছাড়াও সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে মাসিক ২০ থেকে ৩০ হাজার করে মাসিক ভাতা দেয়া হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।