সংবাদ শিরোনাম ::
‘আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকে পালাতে হবে’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকে পালিয়ে যেতে হবে। বিএনপির নেতিবাচক রাজনীতিই তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট।
সোমবার (১৩ মে) সকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, পালিয়ে যাওয়ার কোন নজির আওয়ামী লীগের ইতিহাসে নেই। ২০০৭ সালে আর রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক।
তিনি আরও বলেন, ২৮ অক্টোবর বিএনপির নেতারাই পালিয়ে গেছে। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকে পালিয়ে যেতে হবে।
সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে এসে বিএনপিকে কেউ মদদ দেবে, বিশ্বে তেমন পরিস্থিতি এখন নেই। যারা এদেশে এসে দাপট দেখাতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে।