আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে এক পুলিশ নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
খুলনায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০ পুলিশসহ ৫০ জন আহত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত পুলিশ সদস্যের নাম মো. সুমন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা নগরীর শিববাড়ী মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বের হয়। মিছিলটি নগরীর নিউমার্কেট হয়ে সোনাডাঙ্গা মডেল থানার সামনে এলে বিক্ষোভকারীরা থানায় ইট নিক্ষেপ করে। এসময় পুলিশ ও বিক্ষোভকারীরা উত্তেজিত বিক্ষোভকারীদের শান্ত করে। পরে মিছিলটি সোনাডাঙ্গা হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে এলে পুলিশ বাধা দেয় ও টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে।
তিনি আরও বলেন, এ সময় বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে পুলিশ ও বিজিবি পিছু হটে যায়। ছাত্ররা রাস্তায় অবস্থান করে তাদের দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। বিকাল সাড়ে ৫টায় গল্লামারী এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ হয়।