আদমদীঘিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিরমধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ)সকাল সাড়ে ১০টার সময় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কেক কেটে একটি বিশাল রালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টার সময় উপজেলা সভাকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।
এছাড়া ও আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ছাতিয়ান গ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।