আদমদীঘিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রাচীনতম গৌরবের সংগঠন বাংলাদেশ আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালন কল্পে (২৩ জুন) রবিবার সকাল সাড়ে ৭টায় আদমদিঘীর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বেলা সাড়ে ১১টার সময় উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খোন্দকার, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাপাসহ সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।