আদমদীঘিতে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার সময় এই নভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সমন্বয় সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, ছাতিয়ান গ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম হোসেন, চাপাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, মাদকদ্রব্যের কর্মকর্তা এসএম এলতাস উদ্দিন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম, আদমদীঘী প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সমন্বয় সভায় উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি, বাল্যবিবাহ, চুরি-ছিনতাই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জুয়া রোধ, বাজার নজরদারি, অপহরণসহ আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।