সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় নেয়া হয়। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন আবদুস সোবহান গোলাপ। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান।