আওয়ামী লীগের শোক মিছিল স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
কারফিউ জারি হওয়ায় সোমবার (৫ আগস্ট) শোক মিছিল স্থগিত করেছে আওয়ামী লীগ। রোববার (৪ আগস্ট) রাতে এ তথ্য জানায় দলটি।
রোববার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিঞ্জপ্তিতে এই তথ্র জানানো হয়েছে। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ শরীফ মাহমুদ অপু।
বিঞ্জপ্তিতে বলা হয়, রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা তেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো৷
এদিকে, দেশের উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগষ্ট) থেকে বুধবার (৭ আগস্ট) পর্যন্ত সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার। রোববার (৪ আগস্ট) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাধারণ ছুটির ফলে এ তিন দিন দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এছাড়া, অনির্দিষ্ট কালের জন্য হাইকোর্ট ও নিম্ন আদালতের সব বিচারিক এবং দাফতরিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।