সংবাদ শিরোনাম ::
অস্থির ডিমের বাজার, শতাধিক দোকানে অভিযান
চট্টগ্রাম ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগরের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৬ অক্টোবর) দুপুর থেকে চালানো অভিযানে সবজির আড়ত, ডিম, মুরগি, ফলের আড়তসহ শতাধিক দোকান তদারকি করেন সংস্থাটির কর্মকর্তারা।
এ সময় নানা অপরাধে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তবে এ অভিযানে কতটি প্রতিষ্ঠানকে এবং কী কী অপরাধের কারণে জরিমানা করা হয়েছে সেই তথ্য এখনো পাওয়া যায়নি। যদিও ডিমের দাম বেশ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ অভিযান চালানো হয় বলে জানা যায়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক ফয়েজ উল্ল্যাহ।
এদিকে, গেল কয়েকদিনে হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। খুচরা পর্যায়ে সরকারিভাবে প্রতিটি ডিমের মূল্য ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ টাকায়।