অভয়নগরে আধিপত্য বিস্তারে সন্ত্রাসী হামলায় একজন নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় মতিয়ার রহমান(৪৬)নামে একজন নিহত হয়েছে। একই ঘটনায় মনিরুল ইসলাম লিটন (৪০) ও মো. হালিম (৩৫)দুইজন গুরুতর আহত হয়েছেন।
আহত মনিরুল ইসলাম লিটনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপাত আচার চলছে। এবং মো. হালিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে অভয়নগর উপজেলার মশিহাটি গ্রামের আব্দুল কুদ্দুসের চায়ের দোকানের সামনে। নিহত মতিয়ার রহমান একই উপজেল মশিহাটি গ্রামের হাসেম আলীর ছেলে।
আহত মনিরুল ইসলাম লিটন বনগ্রামের সোহরাব হোসেনের ছেলে । এবং মো. হালিম একই গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।
নিহত মতিয়ার এর স্ত্রী মিম খাতুন অভিযোগ করে জানায়,গভীর রাতে সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় আমার স্বামী মতিয়ার, লিটন ও হালিমের পরে হামলা করে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বামী মতিয়ার কে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
আহত মনিরুল ইসলাম লিটনের স্ত্রী রাশিদা বেগম জানান, লিটনকে ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। কিছুক্ষণ আগে তার শরীরের অস্ত্র পাচার সম্পন্ন হয়েছে।
অভয়নগর থানার ওসি (অফিসার ইনচার্জ) আতিকুল ইসলাম বলেন, ওই রাতেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আহত তিনজনকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মতিউর রহমান নামে একজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার।