অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি, ৭ শিশুসহ নিহত ২২
- সংবাদ প্রকাশের সময় : ১০:২১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
তুরস্কের এজিয়ান সাগরের গোকসিয়াদা দ্বীপের কাছে একটি অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে গেছে। এতে সাত শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতরা কোন দেশের তা এখনো জানা যায়নি। শুক্রবার (১৫ মার্চ) এ ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে তুরস্কের গভর্নর ইলহামি আকতাস দেশটির বর্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে বলেন, তুর্কি কোস্ট গার্ড এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করতে পরেছে। উদ্ধারকাজ এখনো চলছে। একটি প্লেন, দুটি হেলিকপ্টার, একটি ড্রোন, ১৮টি নৌকা এবং ৫০২ জন উদ্ধারকর্মী নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রাখা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে অবৈধভাবে গ্রীসে যাওয়ার পথে শতাধিক মানুষকে বাঁধা দেওয়ার কথা জানিয়েছে তুর্কি কোস্ট গার্ড। তাদের মধ্যে শিশুরাও ছিল বলে জানিয়েছে তারা।
কয়েক বছর ধরেই অভিবাসনপ্রত্যাশীরা গ্রিস থেকে সমুদ্র পাড়ি দিয়ে তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে। এভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে অনেকেরই মৃত্যু হচ্ছে।
অবৈধ অভিবাসীদের এই সমস্যা সমাধানে গত বছরের ডিসেম্বরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান এথেন্স সফর করেন।