ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘অবৈধ চিকিৎসা বন্ধে স্থানীয় প্রশাসনকেও দ্বায়িত্ব নিতে হবে’

সিলেট ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারাদেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও ভূমিকা নিতে হবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষেতিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের দ্বায়িত্বে থাকা চেয়ারম্যান ও সংসদ সদস্যরা যদি পরিদর্শন করে জানান, তাহলে এ ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে পারবো। আমি এ ব্যাপারে সংসদে আগেও বলেছি, এখনও বলছি স্থানীয় নেতৃত্বে থাকা জনপ্রতিনিধিরা এ বিষয়ে আমাদের অবহিত করুন।

এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহিঃবিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। কথা বলেন সেবা নিতে আসা রোগীদের সাথেও। এছাড়া হাসপাতালের নানা সঙ্কট নিয়ে সেখানকার কর্মকর্তাদের সাথেও কথা বলেন তিনি।

উল্লেখ্য, স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ হিসেবে জনবল সঙ্কটকে দায়ী করেন মন্ত্রী। তবে সেই সঙ্কট নিরসনে কাজ চলছে বলেও জানান মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘অবৈধ চিকিৎসা বন্ধে স্থানীয় প্রশাসনকেও দ্বায়িত্ব নিতে হবে’

সংবাদ প্রকাশের সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারাদেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও ভূমিকা নিতে হবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষেতিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের দ্বায়িত্বে থাকা চেয়ারম্যান ও সংসদ সদস্যরা যদি পরিদর্শন করে জানান, তাহলে এ ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে পারবো। আমি এ ব্যাপারে সংসদে আগেও বলেছি, এখনও বলছি স্থানীয় নেতৃত্বে থাকা জনপ্রতিনিধিরা এ বিষয়ে আমাদের অবহিত করুন।

এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহিঃবিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। কথা বলেন সেবা নিতে আসা রোগীদের সাথেও। এছাড়া হাসপাতালের নানা সঙ্কট নিয়ে সেখানকার কর্মকর্তাদের সাথেও কথা বলেন তিনি।

উল্লেখ্য, স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ হিসেবে জনবল সঙ্কটকে দায়ী করেন মন্ত্রী। তবে সেই সঙ্কট নিরসনে কাজ চলছে বলেও জানান মন্ত্রী।