অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১২ বালু ব্যবসায়ী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে পদ্মার শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১২ বালু ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। রোববার (৫ মে) দুপুরে পাবনা র্যাব-১২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
শনিবার (৪ মে) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী উপজেলার বিলকেদা দাদাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু) মেশিনসহ বালু বহনকারী পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
আটকরা হলো- জামিরুল ইসলাম (৪২), রুমন হোসেন (১৯), বাধন হোসেন (১৯), ইমন ইসলাম (১৯), সিয়াম হোসেন (১৯), ইমরান মালিথা (২৯), মোহন মোল্লা (২৯), ফয়সাল হোসেন (৩২),শুভ আহমেদ (২৪), সাগর আলী (১৯),মাসুম আলী (৩০) রমজান আলী (২০)।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১২ জন বালু ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। মামলা নথিভুক্ত করে আসামিদের রোববার (৫ মে) আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।