ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অবসরের কথা জানালেন অশ্বিন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


রবিচন্দ্রন অশ্বিন। ৩৭ বছর বয়সী ভারতের অন্যতম সেরা স্পিনার। যিনি ১০০টি টেস্ট খেলেছেন। টেস্টে রয়েছে তার ঝুলিতে রয়েছে ৫১৬টি উইকেট। এবার তিনি জানালেন অবসরের কথা।

টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অনিল কুম্বলের ঝুলিতে। ৬১৯টি উইকেট নিয়েছিলেন তিনি। অশ্বিন বলেন, তার রেকর্ড ভাঙতে চাই না। আমি অনিল কুম্বলের ভক্ত। আমি যদি ৬১৮টা উইকেট পাই, তবে সেই ম্যাচেই অবসর নেবো। ওটাই হবে আমার শেষ ম্যাচ।

কুম্বলে অবসর নেয়ার মাত্র তিন বছর পর অভিষেক হয় অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচে নয়টি উইকেট পেয়ে সেরা হয়েছিলেন তিনি। সিরিজ়ের সেরাও হন অশ্বিন। ২২টি উইকেট নিয়েছিলেন। ১২১ রান করেছিলেন।

শুধু মাত্র স্পিনার হিসাবে নয় অশ্বিন। অলরাউন্ডার হিসাবে ভারতকে ম্যাচ জিতিয়েছেন তিনি। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে ১১৬টি ম্যাচ খেলেছেন এই অররাউন্ডার। উইকেট নিয়েছেন ১৫৬টি। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাত্র ৬৫টি। নিয়েছেন ৭২ উইকেট। সব ধরনের ক্রিকেটেই এক সময় নিয়মিত ছিলেন অশ্বিন। ২০২৩ সালের বিশ্বকাপের দলে ছিলেন অশ্বিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অবসরের কথা জানালেন অশ্বিন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪


রবিচন্দ্রন অশ্বিন। ৩৭ বছর বয়সী ভারতের অন্যতম সেরা স্পিনার। যিনি ১০০টি টেস্ট খেলেছেন। টেস্টে রয়েছে তার ঝুলিতে রয়েছে ৫১৬টি উইকেট। এবার তিনি জানালেন অবসরের কথা।

টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অনিল কুম্বলের ঝুলিতে। ৬১৯টি উইকেট নিয়েছিলেন তিনি। অশ্বিন বলেন, তার রেকর্ড ভাঙতে চাই না। আমি অনিল কুম্বলের ভক্ত। আমি যদি ৬১৮টা উইকেট পাই, তবে সেই ম্যাচেই অবসর নেবো। ওটাই হবে আমার শেষ ম্যাচ।

কুম্বলে অবসর নেয়ার মাত্র তিন বছর পর অভিষেক হয় অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচে নয়টি উইকেট পেয়ে সেরা হয়েছিলেন তিনি। সিরিজ়ের সেরাও হন অশ্বিন। ২২টি উইকেট নিয়েছিলেন। ১২১ রান করেছিলেন।

শুধু মাত্র স্পিনার হিসাবে নয় অশ্বিন। অলরাউন্ডার হিসাবে ভারতকে ম্যাচ জিতিয়েছেন তিনি। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে ১১৬টি ম্যাচ খেলেছেন এই অররাউন্ডার। উইকেট নিয়েছেন ১৫৬টি। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাত্র ৬৫টি। নিয়েছেন ৭২ উইকেট। সব ধরনের ক্রিকেটেই এক সময় নিয়মিত ছিলেন অশ্বিন। ২০২৩ সালের বিশ্বকাপের দলে ছিলেন অশ্বিন।