অন্তর্বর্তী সরকারের শপথ আজ
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে বৃহস্পতিবার (৮ আগস্ট)। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেয়ার কথা রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের। তার নেতৃত্বে যাত্রা শুরু করতে যাওয়া সরকারের অন্য উপদেষ্টাদেরও শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ উপলক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে বঙ্গভবন কর্তৃপক্ষ।
চিকিৎসার জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়া ড. ইউনূস বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছাবেন। দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ড. মুহাম্মদ ইউনূস দেশে আসছেন। বুধবার (৭ আগস্ট) দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার (৭ আগস্ট) বিকালে সেনা সদরে ব্রিফিংয়ে বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন।
সূত্রে জানা গেছে, সম্ভাব্য উপদেষ্টাদের মধ্যে ড. সালেহউদ্দিন আহমেদ, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ড. শাহ্দীন মালিক, মো. তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, ড. তাসনিম আরেফা সিদ্দিকী, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ থাকতে পারেন।