অনির্দিষ্টকাল বন্ধ সব পোশাক কারখানা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে সহিংসতার পর দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
বিঞ্জপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিক কর্মচারি ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার জন্য মালিক ভাইবোনদের অনুরোধ করা হলো।
এদিকে, সারাদেশে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২২ জন,ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, নরসিংদীতে ৬ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৬ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন,পাবনায় ৩ জন, রংপুরে ৪ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩ জন, শেরপুরে দুইজন, জয়পুরহাটে একজন, হবিগঞ্জে একজন, ঢাকার কেরাণীগঞ্জে একজন, সাভারে একজন ও বরিশালে একজনসহ ৯১ জন নিহত হয়েছেন।