অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সাথে রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেয়া হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) ভিডিওবার্তায় এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
কর্মসূচি সফল করতে সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে আহ্বান জানানো হয়।