অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে এনআইডি সেবা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। কারণ, দুই দফা দাবিতে এনআইডি বিষয়ক সেবাদানকারী কর্মীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে এই সেবাপি।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে এক বৈঠকের পর এই কর্মসূচি ঘোষণা করেন আইডিইএ-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর নির্বাচন কমিশনের সামনের সড়কে অবস্থান নেন তারা।
এনআইডির কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, দুইটি দাবিতে তারা এ কর্মসূচির ডাক দিয়েছেন। প্রথমতটি হলো-এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখা। আর দ্বিতীয়টি হলো- আইডিইএ প্রকল্পের সব আউটসোর্সিংয়ে কর্মরতদের চাকরি রাজস্বে স্থানান্তর করা।
আন্দোলনকারীরা জানান, এই কর্মসূচি সারা দেশে নির্বাচন কার্যালয়ে পালিত হবে। এছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে আইডিএ-২ প্রজেক্টের ৯ গ্রেড থেকে ২০ গ্রেড পর্যন্ত সব কর্মকর্তা কর্মচারীরা নির্বাচন কমিশনের প্রধান ফটকে বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় অবস্থান করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা।
এদিকে, নির্বাচন কমিশন সূত্র জানা গেছে, আইডিইএ প্রজেক্টের ২ হাজার ২৬০ জন লোকবল আছে। এর মাধ্যমে এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন।