ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অণ্ডকোষ চেপে ভাতিজাকে হত্যা, চাচা-চাচি আটক

শহিদুল ইসলাম দইচ ,যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমিজমা সংক্রান্ত বিরোধে মারামারির একপর্যায়ে অণ্ডকোষ চেপে একজনকে হত্যার অভিযোগ উঠেছে চাচা-চাচি ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। নিহত আজিজুর রহমান যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের ইউনুস আলীর ছেলে।

এ ঘটনায় চাচা রফিউদ্দিন (৫২) ও তার স্ত্রী সেলিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা পীর বলুহ দেওয়ানের দরগাহ মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজিজুর রহমানের একটি জমি নিয়ে রফিউদ্দিনের সাথে বিরোধ ছিল। উভয়পক্ষের মামলার কেন্দ্র করে জমিটিতে আদালত ১৪৪ ধারা জারি করেন। এ বিষয়টি কেন্দ্র করে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম ও তাদের ছেলে জাহিদুল ইসলাম সোমবার সকাল ৬টার দিকে আজিজুরের দ্বিতল বাড়ির স্টিল গেটে গাছিদা, লাঠি নিয়ে হামলা করে। এতে আজিজুর ও তার ভাইয়েরা বাড়ি থেকে বের হয়ে গ্রামের বলুহ পীরের দরগার সামনের মোড়ে গেলে উভয়পক্ষ হাতাহাতিতে জড়ায়।

এসময় আজিজুরকে তার চাচা (বাবার বৈমাত্রেয় ভাই) রফিউদ্দিন ও তার ছেলে জাহিদুল মারপিট করতে থাকেন। এরই ফাঁকে রফির স্ত্রী সেলিনা আজিজুরের অণ্ডকোষ চেপে ধরলে তিনি জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান।

আজিজুরের মেঝ ভাই আমিনুর রহমান স্থানীয় বলেন, ক্রয়কৃত একটি জমি নিজের দাবি করে রফিউদ্দিন নানাভাবে হয়রানি করে আসছিলো।জমিতে আমাদের আবাদও রয়েছে। সকালে ফজরের নামাজ পড়ে প্রতিদিনের ন্যায় আমরা কয়েকজন মিলে হাঁটতে যাই। আমরা গ্রামের বলুহ দেওয়ান পীরের মাজারের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা হাজরাখানা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম, তাদের ছেলে জাহিদুল ইসলাম ও তাদের লোকজন আমাদের উপর হামলা করে। এ সময় তারা লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। আমরা কিছু বুঝে উঠার আগেই রফিউদ্দিনের স্ত্রী সেলিনা বেগম আজিজুর রহমানের বিশেষ অঙ্গ (অণ্ডকোষ) চেপে ধরে। এতে সে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে পড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীকে কয়েক দফা ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রফিউদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অণ্ডকোষ চেপে ভাতিজাকে হত্যা, চাচা-চাচি আটক

সংবাদ প্রকাশের সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

জমিজমা সংক্রান্ত বিরোধে মারামারির একপর্যায়ে অণ্ডকোষ চেপে একজনকে হত্যার অভিযোগ উঠেছে চাচা-চাচি ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। নিহত আজিজুর রহমান যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের ইউনুস আলীর ছেলে।

এ ঘটনায় চাচা রফিউদ্দিন (৫২) ও তার স্ত্রী সেলিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা পীর বলুহ দেওয়ানের দরগাহ মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজিজুর রহমানের একটি জমি নিয়ে রফিউদ্দিনের সাথে বিরোধ ছিল। উভয়পক্ষের মামলার কেন্দ্র করে জমিটিতে আদালত ১৪৪ ধারা জারি করেন। এ বিষয়টি কেন্দ্র করে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম ও তাদের ছেলে জাহিদুল ইসলাম সোমবার সকাল ৬টার দিকে আজিজুরের দ্বিতল বাড়ির স্টিল গেটে গাছিদা, লাঠি নিয়ে হামলা করে। এতে আজিজুর ও তার ভাইয়েরা বাড়ি থেকে বের হয়ে গ্রামের বলুহ পীরের দরগার সামনের মোড়ে গেলে উভয়পক্ষ হাতাহাতিতে জড়ায়।

এসময় আজিজুরকে তার চাচা (বাবার বৈমাত্রেয় ভাই) রফিউদ্দিন ও তার ছেলে জাহিদুল মারপিট করতে থাকেন। এরই ফাঁকে রফির স্ত্রী সেলিনা আজিজুরের অণ্ডকোষ চেপে ধরলে তিনি জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান।

আজিজুরের মেঝ ভাই আমিনুর রহমান স্থানীয় বলেন, ক্রয়কৃত একটি জমি নিজের দাবি করে রফিউদ্দিন নানাভাবে হয়রানি করে আসছিলো।জমিতে আমাদের আবাদও রয়েছে। সকালে ফজরের নামাজ পড়ে প্রতিদিনের ন্যায় আমরা কয়েকজন মিলে হাঁটতে যাই। আমরা গ্রামের বলুহ দেওয়ান পীরের মাজারের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা হাজরাখানা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম, তাদের ছেলে জাহিদুল ইসলাম ও তাদের লোকজন আমাদের উপর হামলা করে। এ সময় তারা লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। আমরা কিছু বুঝে উঠার আগেই রফিউদ্দিনের স্ত্রী সেলিনা বেগম আজিজুর রহমানের বিশেষ অঙ্গ (অণ্ডকোষ) চেপে ধরে। এতে সে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে পড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীকে কয়েক দফা ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রফিউদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে।