৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, দেশের ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। রোববার (১২ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এই তথ্য জানিয়েছেন।
এ সময় তিনি বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৮৬১। এরমধ্যে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজার ৯৬৮টি।
এর আগে রোববার (১২ মার্চ) সকাল ১০টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরে আনুষ্ঠানিকভাকে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রকাশিত ফলাফলের মধ্যে ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড রয়েছে। এ বছর যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।
ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।
ফলাফল দেখবেন যেভাবে
পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমেও ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC টাইপ করে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর দিয়ে রোল নাম্বার এবং পরীক্ষার সন টাইপ করতে হবে। এরপর তা 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পাওয়া যাবে পরীক্ষার ফলাফল।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ১২ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২০ মার্চ। এছাড়া ২১ মার্চ শেষ হয় মাদরাসা ও কারিগরি বোর্ডের ব্যবহারিক পরীক্ষা।
প্রসঙ্গত, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ পরীক্ষার্থী। এরমধ্যে সাত লাখ ৫৫ হাজার ৭২৩ ছাত্র। আর ছাত্রীর সংখ্যা ৮ লাখ ৫১ হাজার ১৫৬। পরীক্ষায় মোট কেন্দ্র সংখ্যা দুই হাজার ২৭৩। শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৯১টি। দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করে দুই লাখ ৯০ হাজার ৯৪০ পরীক্ষার্থী । এরমধ্যে ছাত্র এক লাখ ৪২ হাজার ৩১৪ এবং ছাত্রীর সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৬২৬।
এছাড়া কারিগরি বোর্ডে ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী পরীক্ষার্থীয় অংশ নেয়। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৯৪ হাজার ৮৪১ জন। আর ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।