৫০ বস্তা ভারতীয় চিনিসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলার সবায় সীমান্ত পথে অবৈধভাবে আসা ৫০ বস্তা চিনিসহ নুরুন্নবী আজমল (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা সদস্যরা। সোমবার (৮ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুন্নবী আজমল ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি কসবা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এর সতত্যা নিশ্চিত করে।
পুলিশ জানায়, নুরুন্নবী আজমলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার বাড়ি থেকে ১০ বস্তা ভারতীয় চিনিসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় নুরুন্নবীর এক সহযোগী জনি পালিয়ে যান।
পরে গ্রেপ্তার আজমলের দেওয়া তথ্য অনুযায়ী, বায়েক আলহাজ শাহ আলম কলেজের সামনের রাস্তা থেকে আরও ৪০ বস্তা অবৈধ পথে আসা চিনি জব্দ করা হয়।, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক আসামির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।