সংবাদ শিরোনাম ::
‘৫০ দিনের আগেই প্রিলির ফল প্রকাশ’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ৫০ দিনের আগেই ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শুক্রবার (২৬ এপ্রিল) পরীক্ষা চলাকালীন ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষা ২০০ নম্বরের।
৪৬তম বিসিএসে আবেদন জমা পড়েছে তিন লাখ ৩৮ হাজার। তিন হাজার ১৪০টি পদের মধ্যে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন এক হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর শিক্ষা ক্যাডারে বেশি নেওয়া হবে। এই ক্যাডার থেকে বিভিন্ন বিষয়ে বিসিএস শিক্ষায় বাছাই করা হবে ৫২০ জনকে। সবমোট নেওয়া হবে ৩১৪০ জন।