‘৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ’
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, বেলা ১২টা পর্যন্ত উপজেলা নির্বাচনে গড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোটকাস্টিং হয়েছে। বুধবার (৮ মে) বেলা ১টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে কোথাও ভোটার উপস্থিতি কম। এখন পর্যন্ত ভোট নির্বিঘ্নে হচ্ছে, ভালো ভোট অনুষ্ঠিত হচ্ছে।
মো. জাহাংগীর আলম জানান, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া, তেমন কোনো সহিংসতা হয়নি। ইভিএম নিয়েও কোথাও কোন সমস্যা হয়নি।
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমেছে ৪১৮ প্লাটুন বিজিবি। সেই সঙ্গে উপজেলা নির্বাচনের ব্যালট বাক্সের নিরাপত্তাসহ ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে আনসার-ভিডিপির দেড় লাখ সদস্য মোতায়েন রয়েছে।