৪২ দফা দাবিতে ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
দোকান কর্মচারীদের ন্যায্য ৪২ দফা দাবী আদায়ে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছেন ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন। শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় ফুলবাড়ী পৌর বাজার মসজিদ সড়কে এই সভা অনুষ্ঠিত হয়। শেষে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন তারা
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির উপজেলা সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, ফুলবাড়ী স্বর্ণ শিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি মানিক মন্ডল, দোকান কর্মচারী ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতাসহ-সভাপতি কমল চন্দ্র সাহা,সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ফরিদ আলী, সংগঠনের সদস্য জাফর উল্লাহ আনছারী, তাজুলইসলাম, মিলন রহমান ও রানা মন্ডল প্রমুখ।
সভায় সংগঠনের সভাপতি হামিদুল হক ৪২ দফা দাবি পাঠ করে শুনান। দাবি সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শনিবার সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিক/কর্মচারীদের কোন ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানায় কাজ করানো যাবে না। ঈদ-পূঁজায় শ্রমিক/কর্মচারীদের বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে। যদি কোন প্রতিষ্ঠান কর্তৃক ৮ (আট) ঘন্টার বেশি শ্রমিক কর্মচারীদের কাজ করান তবে ওভারটাইম দিতে হবে। বিনা কারণে বা কথায় কথায় শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা চলবে না। প্রতিষ্ঠানের মালিক ও কর্মরত শ্রমিকদের মধ্যে কোন বিরোধ দেখা দিলে নিজেরা সমাধান করতে না পারলে তা উভয় সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সমাধান করতে হবে। চুক্তি মোতাবেক মাসিক বেতন হিসেবে পরিশোধ করতে হবে। বকেয়া রাখা চলবে না। এমন ৪২ দফা দাবি জানান নের্তৃবৃন্দ। সভার শুরুতে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।
পরে সেখান থেকে ৪২ দফা দাবী আদায়ের লক্ষে ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হকের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। দুনিয়ার মজদুর এক হওলাড়াই কর,আমাদের দাবী মানতে হবে এই স্লোগান দিতে দিতে মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে।