সংবাদ শিরোনাম ::
৩০ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী আটক
সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহি বাস তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় পলাশবাড়ী থানা এসআই (নিঃ) দেওয়ান মোঃ রেজাউল করিমসহ একটি টিম এ অভিযান চালায়।
জানা যায়, পলাশবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের বিটিসি (বি.এ.টি) অফিসের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী তল্লাশিকালে রংপুর টু রাজশাহীগামী “DIP ENTERPRISE” যাত্রীবাহী বাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-০৯০৩) বাসটি থামিয়ে তল্লঅশি করে ৩০ বোতল ফেনসিডিলসহ এক কারবারিকে আটক করে পুলিশ। আটক ওমর ফারুক (৪৩) বগুড়া সদর থানার পলাশবাড়ী গ্রামের মোঃ আজাদ হেসেন ছেলে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আজমেরুজ্জামান বলেন, আটক মাদককারবারীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।