২০ লাখ টাকার কোকেনসহ তিনজন আটক
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে ১৮০ গ্রাম কোকেনসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা।বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদী বাজারের গোপাল মার্কেট এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- নাটোরের লালপুরের অর্জুনপুরের কুঁজিপুকুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৮), একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩৩) ও গোপালপুর গ্রামের তসলিম হোসেনের ছেলে আরিফ হোসেন (৩৫)।
ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান বাসীর জানান, গোপন তথ্যে পেয়ে গত ২৭ মার্চ ঈশ্বরদী শহরের গোপাল সুপার মার্কেটের পেছনে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১৮০ গ্রাম কোকেন জব্দ করা হয়। যার আনুমানিক দাম ২০ লাখ টাকা।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কোকেনসহ আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নথি করার পর ২৮ মার্চ দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।