২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়। ২০৩০ সালে বিশ্বকাপের ১০০ বছর পূর্ণ হবে। বিশ্বকাপের শতবর্ষ আয়োজন করতে মরিয়া লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।
প্যারাগুয়ে, উরুগুয়ে ও চিলিকে নিয়ে বিশ্বকাপ ফুটবলের ঐতিহাসিক আসর আয়োজনে আগ্রহী আর্জেন্টিনা। প্যারিসে অলিম্পিক চলাকালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে দেখা করে প্রস্তাবনা দেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের দাবি জানানো ৪টি দেশের মধ্যে ৩টি দেশেরই এ প্রতিযোগিতা আয়োজনের পূর্ব অভিজ্ঞতা আছে। একমাত্র প্যারাগুয়ে কখনও বিশ্বকাপ ফুটবল আয়োজন করেনি। ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার লড়াই হতে পারে তিন মহাদেশের মধ্যেও।
২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার কথা ইউরোপীয়দের। শতবর্ষের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চায় ইউরোপের দুই দেশ স্পেন এবং পর্তুগাল। যৌথ ভাবে লড়াইয়ে থাকতে পারে এশিয়ার দুই দেশ মরক্কো এবং সৌদি আরবও।