https://bangla-times.com/
ঢাকারবিবার , ২ জুন ২০২৪
  • অন্যান্য

১৬ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ । ৪৩ জন
Link Copied!

দেশের ১৬ জেলায় বইছে তাপপ্রবাহ। তবে এই তাপপ্রবাহ কিছু জায়গা থেকে কমে আসতে পারে। তাপপ্রবাহের মাঝেই সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। দপ্তরটি জানিয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ আরও কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ঈদ যাত্রার ট্রেনের আগাম টিকিট কাটবেন যেভাবে

আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, রোববার (২ জুন) টাঙ্গাইল,ঢাকা, ফরিদপুর, রাজশাহী, মাদারীপুর,পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রংপুর,চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট,বরিশাল, যশোর, পটুয়াখালী ও ভোলা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আরও পড়ুন : এক কোটি কার্ডধারী পাবেন ৩০ টাকা কেজিতে চাল

রোববার (২ জুন) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিস আরও জানায়, রোববার (২ জুন) ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও ভারী বর্ষণ হতে পারে।