১৪ ঘণ্টা পর বিমান নামলো সৈয়দপুরে
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
১৪ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে। সোমবার (১৩ মে) সকাল ৮টা ১ মিনিটে নভোএয়ার একটি ফ্লাইট রানওয়েতে অবতরণ করে।
তবে সোমবার (১৩ মে) সকাল সোয়া ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎবিভ্রাটের ত্রুটি শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।
এর আগে রোববার (১২ মে) সন্ধ্যা সোয়া ৫টার দিকে বিমানবন্দরের নাইট ল্যান্ডিং সিস্টেম কাজ না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বাতিল করা হয়। এর ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
জানা যায়, সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে উন্নয়নের কাজ চলছিলো। কোথাও বৈদ্যুতিক সংযোগ কাটা পড়ায় রানওয়ের বাতিগুলো জ্বলছে না। রাতভর চেষ্টা করে ত্রুটি শনাক্ত করা যায়নি।
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, সোমবার (১৩ মে) সকাল ৮ টা১ মিনিটের দিকে নভোএয়ারের একটি করে ফ্লাইট অবতরণ করে। এরপর ৮টা ৭ মিনিটে বাংলাদেশ বিমান ও ৮টা ১৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট অবতরণ করে।