সংবাদ শিরোনাম ::
১১৪ বছরে মারা গেলেন বিশ্বের বয়স্ক পুরুষ
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ভেনেজুয়েলার হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা মারা গেছেন। ২০২২ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন তিনি। মঙ্গলবার (২ এপ্রিল) ১১৪ বছর বয়সে তার মৃত্যু হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
হুয়ান ভিসেন্ট পিশায় ছিলেন একজন কৃষক। টিও ভিসেন্ট নামেও পরিচিত ছিলেন এই বয়স্ক মানুষটি। ১৯০৯ সালের ২৭ মে ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের এল কোবরে শহরে তিনি জন্ম গ্রহণ করেন। তিনি ১০ সন্তানের মধ্যে নবম ছিলেন।
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি গিনেস বুকে নাম ওঠে হুয়ান ভিসেন্ট’র। তখন তার বয়স হয়েছিলেঅ ১১২ বছর ২৫৩ দিন।
হুয়ান ভিসেন্ট ১১ সন্তানের পিতা। তার নাতি-নাতনির সংখ্যা ৪১ জন।