সংবাদ শিরোনাম ::
হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে হিট স্ট্রোকে নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃতের নাম-গোলাম রাব্বানী (৪৮)। তিনি ইসলামপুর উপজেলার পশ্চিম গিলাবাড়ী এলাকার বাসিন্দা গুঠাইল বাজারের ব্যবসায়ী।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে গোলাম রাব্বানী (৪৮) নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। জানা গেছে, তিনি বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী গোলাম রাব্বানী। স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের এর সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। ধারনা অতিরিক্ত গরমেই তার মৃত্যু।






















