হিট অ্যালার্ট: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
চলমান তাপপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ( মাউশি) এই ছুটি ঘোষণা করে। ফলে রোববারের (২১ এপ্রিল) পরিবর্তে আগামী ২৮ এপ্রিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।
এর আগে শনিবার (২০ এপ্রিল) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে চলমান তাপপ্রবাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত।
শুক্রবার (১৯ এপ্রিল) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিলো ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের এই পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। এই সারা দেশে তিনদিনের জন্য ‘হিট অ্যালার্ট’ জারি করে আবহাওয়া অফিস।