https://bangla-times.com/
ঢাকাশনিবার , ৬ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

হাত-পা বাঁধা অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

মাছুম মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
এপ্রিল ৬, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ । ২০ জন
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৯নং সেক্টর হেলিপ্যাড সেতুর নিচে থেকে এক কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই কিশোরের নাম-সাকিব (১৪) । সে বোনের বাসায় থেকে অটোরিকশা চালাতেন।

জানা গেছে, শুক্রবার (৫ এপ্রিল) অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শনিবার (৬ এপ্রিল) সকালে নিহতের বোন জামাই রোবেল কাঞ্চন সেতুতে তাদের অটোরিকশা দেখতে পান। গাড়িতে গিয়ে সাকিবের কথা জিজ্ঞেস করলে অটোরিকশা চালক রাকিব (১৫) বিভিন্ন কথাবার্তা বলতে থাকেন। পরে রাকিবকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করলে সে হত্যার ঘটনা শিকার করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।