সংবাদ শিরোনাম ::
হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ২৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আগুন লাগে।
জানা গেছে,অগ্নিকান্ডের ঘটনায় আটকেপড়া ৪ জনকে ছাদ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনটি কার্পেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ছয়তলা ‘রাজ কমপ্লেক্স’ ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও তিন ইউনিট বাড়ানো হয়।