সংবাদ শিরোনাম ::
হজ ফ্লাইট শুরু ৯ মে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ৯ মে। যেসব এজেন্সি নির্ধারিত সময়ে হজযাত্রীদের ভিসা ও বাসা ভাড়া করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
বুধবার (২৪ এপ্রিল) সকালে আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আগামীতে সরকারি ব্যবস্থাপনায় ৭০ শতাংশ যাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজে যাবে। এদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮ শ’ ৯৫ জন হজযাত্রীর মধ্যে ভিসা হয়েছে ৪৫৬ জনের। সরকারি ব্যবস্থাপনার চার হাজার ৫শ’ ৬২ জনের মধ্যে ভিসা পেয়েছে এক হাজার ১শ’ ৭৯জন।