হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করতে না পারায় সংকট!
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
হজযাত্রীদের ভিসা ইস্যুর শেষ দিনেও ভিসা পাননি ১৫ হাজারের বেশি যাত্রী। সৌদিতে হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করতে না পারায় এই সংকটের তৈরি হয়েছে। তাই তৃতীয় দফা সময় বাড়ানোর জন্য আবেদন করেছে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়। তবে এখনো সৌদি আরব কোনো সিদ্ধান্ত জানায়নি।
এর আগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হজযাত্রা। আশকোনা হজ ক্যাম্পে মুসল্লিদের ভিড়। কিন্তু এখনো নিবন্ধিত অনেকে ভিসা পাননি। বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে ভিসা ইস্যু করার মেয়াদ দুই দফা বাড়িয়েছে সৌদি সরকার। ভিসার আবেদনে আরও সময় চায় হজ এজেন্সি ও ধর্ম মন্ত্রণালয়।
হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এ বিষয়ে বলেন, বাড়ি ভাড়া স্বল্পমূল্যে খোঁজার জন্য আজকে এই অবস্থা।
অভিযোগ রয়েছে, হজযাত্রা শুরু হলেও এখনো অনেক এজেন্সি সৌদি আরবে বাড়িভাড়া করতে পারেনি। আর এ কারণেই সংকট তৈরি হয়েছে। এদিকে, হজ এজেন্সিদের সংগঠন- হাব বলছে, এ বিষয়ে কারও গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
হাবের সভাপতি শাহাদত হোসাইন তসলিম বলেন, হজযাত্রীরা কারো দ্বারা প্রতারিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, চলতি বছর ৮৫ হাজার ১১৫ জন সৌদি আরবে হজ করতে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪২০ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন।