https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চায়না এজেন্সির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩০, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ । ২০ জন
Link Copied!

স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম চীন সফরকালে বেইজিংয়ে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো অপারেশন এজেন্সি এর চেয়ারম্যান লু জাহুয়ি এর সাথে এক বৈঠকে মিলিত হন। মঙ্গলবার (৩০ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নগর বর্জ্য-ব্যবস্থাপনা এবং নগর ও গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থাপনা, পৌরসভার অবকাঠামো নির্মাণে চীনের অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়াও নগর ও গ্রামাঞ্চলে মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থাপনা উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়।

ঢাকা ওয়াসার এমডি পরিচালক তাকসিম এ খান, মন্ত্রীর একান্ত সচিব মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ এম্বাসি, বেইজিং এর ইকোনমিক কাউন্সিলর মোঃ মমিনুল হক ভূঁইয়া বৈঠকে উপস্থিত ছিলেন।