সংবাদ শিরোনাম ::
স্টেডিয়াম ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্টেডিয়াম ভবনের ছাদ থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় আহমেদ (১০) নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের বাদে হারিয়া গ্রামে এক ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার (৮ এপ্রিল) দুপুরে বিজয়নগর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় হৃদয়। এক পর্যায়ে ফুটবলটি স্টেডিয়াম ভবনের ছাদে আটকে যায়। আটকে যাওয়া বলটি হৃদয় সেটি আনতে যায়। এ সময় ভবনের ওপর দিয়ে যাওয়া তারের বিদ্যুতায়িত হয় সে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ আসাদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,ঘটনাটি হৃদয় বিদারক। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।