https://bangla-times.com/
ঢাকাশুক্রবার , ১০ মে ২০২৪

স্কুল-কলেজের সভাপতি হতে লাগবে এইচএসসি পাস

নিজস্ব প্রতিবেদক
মে ১০, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ । ৩৩ জন
Link Copied!

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ম্যানেজিং কমিটির নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে গেজেট জারি করা হয়েছে। একই সাথে সংশোধন করা হয়েছে বর্তমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালাও।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (৯ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তুরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ জারি করা হয়।

এতোদিন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সভাপতি ও সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত না থাকলেও নতুন নিয়মে হতে হবে এইচএসসি পাস। একইসাথে একই ব্যক্তি পরপর দু‘বারের বেশি সভাপতি হতে পারবেন না। যা গেজেটে উল্লেখ করা হয়।

কোনো শিক্ষক কর্মরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না তবে, সমপর্যায়ের বা নিম্নস্তরের অন্য কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হতে বাধা নেই।